প্রেস রিলিজ: র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০১ বোতল ফেন্সিডিল, ২৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ তাজুল ইসলাম (২৪) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বন্যাকান্দি, সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে এবং ২। মোঃ ইমরান (২৪), বরিশাল জেলার উজিরপুর থানাধীন বোড়াকোঠা এলাকার মোঃ আবুল কাশেম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ তাজুল ইসলাম (২৪) ও ২। মোঃ ইমরান (২৪) ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদ্বয় কাভার্ড ভ্যান চালক এবং হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।