মোঃ জিহাদ খলিফা শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের
২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণে টুঙ্গিপাড়া জান। ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর জাদুঘরে জাতির পিতার স্মৃতিবিজড়িত দুর্লভ ছবি ও শেখ রাসেল পৌর শিশু পার্কসহ আশপাশের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এ গুনে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা ও মাজার জিয়ারত করে খুশি। এই গুণী ব্যক্তিকে আমরা দেখিনি তবে তার আত্মজীবনী থেকে শিক্ষা নিতে পেরেছি।