মমিনুল ইসলাম:-ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ সেবা প্রদানে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে মতলব উত্তরের ৫নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ ও ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল। গত বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ের নির্বাচনী কমিটি পরিবার পরিকল্পনা কার্যক্রম মূল্যায়নে ৫নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। তাই ২১ জুলাই বিকাল ৩ ঘটিকার সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠান থেকে শ্রেষ্ঠ পুরস্কার গ্রহণ করবেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেল।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল এর ছোট ভাই মোকাররম হোসেন খান ওপেল। তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নের সকল কার্যক্রম ও সেবার মান গতিশীল হয়েছে। ইতোমধ্যেই তিনি জনগণের মন জয় করেছেন।