কুমিল্লা শহরে প্রবেশের প্রধান রাস্তাটি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড। আর এই বিশ্বরোডে চাদাবাজদের চাদাবাজির ধাপটে অসহায় হয়ে আছেন সিএনজি চালকরা। ৮০,৭০,৬০,৪০ টাকা করে প্রতি সিএনজি থেকে চাঁদা তুলছে এইসব চাদাবাজরা। চাদা না দিলে মেরে রক্তাক্ত করে ফেলছে ড্রাইভারদের।
গতকাল লাকসামের মোকসুদ নামক এক সিএনজি ড্রাইভার কে মেরব রক্তাক্ত করেছে চাদার জন্য। কিছুদইন আগেও র্যাব এই স্ট্যান্ড থেকে ৩ জনকে আটক করেছে, জামিনে এসে আবারও বেপরোয়া হয়ে চাদাবাজি করছে তারা।
এই চাদাবাজদের কন্ট্রোল করছেন ১/ আবদুর রব নামক শ্রমিক নেতা, ২/ মুসলিম, ৩/ আনিস, ৪/ ফরিদ এবং ৫ মানিক নামক চাদাবাজদের অত্যাচারে নিরুপায় হয়ে গেছে সিএনজি চালকরা। তাদের রুখবে কে?
সুত্র ফেসবুক