April 28, 2024, 3:13 am

কেশবপুরে রোগ যন্ত্রণা সইতে না পেরে গলায় ওড়না পেচিয়ে যুবকের আত্মহত্যা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে রোগের যন্ত্রণা সইতে পেরে আবুল হাসান (৩৮) নামের এক যুবক নিজ বসত ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার জাহানপুর গ্রামে। সে ওই গ্রামের কওছার আলী বিশ্বাস এর ছেলে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহানপুর গ্রামের কওছার আলী বিশ্বাস এর ছেলে
আবুল হাসান (৩৮) দীর্ঘদিন যাবৎ মাথার সমস্যাসহ বিভিন্ন রোগ যন্ত্রণায় ভুগছিলেন। অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করানোর পরও তাহার রোগ ভালো হয়নি। তারই প্রেক্ষিতে সোমবার (১৮ জুলাই) দুপুরে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসত ঘরের মধ্যে বাঁশের আড়ার সহিত গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে তাদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে নিহতের মৃতদেহটি নিচে নামায়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা