April 25, 2024, 1:19 pm

কুমিল্লা প্রেসক্লাবের অনিয়মের কারণে মামলার প্রস্তুতি সাংবাদিক মহলে তুলকালাম

সংবাদদাতাঃ রাজনৈতিক ছত্রছায়ায় কুমিল্লা প্রেসক্লাব। একটি প্রভাবশালী মহল ক্লাবের জায়গায় বহুতল ভবন নির্মাণ করে ঘুটি কয়েক জন সদস্যকে খুশি করে ক্লাব ভবনটি লুটেপুটে খাওয়ার জন্য উঠে পরে লেগেছে।
এনিয়ে কুমিল্লা সাংবাদিক মহলে তুলকালাম।
ক্লাবে ৪৬ জন সদস্য থাকাকালীন সেই প্রভাবশালী মহলটি ক্লাবে তালা মেরে দখলে নিয়ে নেয়। তখন ৪৬ জন সদস্য থেকে ১৮ জনকে বাদ দেয় যেই মামলা আদালতে চলমান ছিলো। পরে ২০১৪ সালে ১০৪জন সদস্য দিয়ে একটি অবৈধ নির্বাচন হয়। এরপর প্রভাবশালী মহলের বিরুদ্ধে ক্লাবের বাহিরে থাকা ১৮জন কুমিল্লার বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ লেখা শুরু করলে নিরুপায় হয়ে সেই মহলটি ক্লাবের বাহিরে থাকা ১৮জনসহ ১২২জন সদস্যের একটা কমিটি করার মৌখিক ঘোষণা দেয়।
কিন্তু বাহিরে থাকা আরো ১৮জন থেকে কয়েকজনকে সদস্য করা হলেও বাকিদের পাত্তা দেয়া হয়নি।
এরই মধ্যে আগামী ৩০ আগষ্ট প্রেসক্লাব নির্বাচনী তফসীল ঘোষণা করে খসরা ভোটার তালিকা প্রকাশ করে। যেখানে দেখা যায় মাত্র ৫৬ জন সদস্য রেখে বিনা নোটিশে বাকিদের সদস্যপদ স্থগিত করা হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেসক্লাবের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বিশাল একটি গ্রুপ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা