October 8, 2024, 5:41 pm

মতলবে অগ্নিকাণ্ডে নয় বসতঘর পুড়ে ছাই

আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ গোড়াধারী গ্রামের পাটোয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে নয় বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
জানা যায়, উপজেলার উপাধী দক্ষিণ ইউনিয়নের ওই বাড়িতে সন্ধ্যার পর আলিমুদ্দিনের ঘরে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির বসত ঘর গুলো ঘনবসতি হওয়ার কারণে দ্রুত একে একে নয়টি ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসী ও মতলব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এদিকে আগুন নেভাতে গিয়ে পাটোয়ারী বাড়ির শিউলি বেগম, রূপালী, হাজেরা, শেফালী, আরিফ, আলিমুদ্দিনসহ ১০/১২ জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পাটোয়ারী বাড়ির আলিমুদ্দিন পাটোয়ারী, হেলাল উদ্দিন, আবু পাটোয়ারী, হাবু পাটোয়ারী, আইয়ু আলী, ইসমাইল পাটোয়ারী ও আনিস পাটোয়ারীর বসত ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে শনিবার (১৬ জুলাই) মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক এবং ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করে।
মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বাড়ির বসতঘর গুলো ঘনবসতি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা