September 14, 2024, 11:41 am

ভারতে পালিয়ে যাওয়ার কালে পিতা হত্যাকারী ছেলে আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে মফিজুল ইসলাম (৪০) কে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মফিজুল ইসলাম নেপা ইউপির সেজিয়া হলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেজ ছেলে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পিতা হত্যাকারী পলাতক আসামী মফিজুল ইসলাম পালিয়ে ভারতে চলে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্যঃ জমা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নিজ বাড়ীতে আব্দুল মান্নানকে ছেলে মফিজুল ইসলাম খুন করে। এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা