গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবিতে জেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে গতকাল শনিবার বাদিয়াখালী রেল স্টেশনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. কুশলাশিষ চক্রবর্ত্তী, মানবাধিকার সংরক্ষণ পরিষদের জেলা সভাপতি কাজী আব্দুল খালেক, সদর উপজেলা আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, জাহাঙ্গীর কবির, এলাকাবাসি হোসাইন আহমেদ, আনার আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মানবাধিকার কর্মী আমেনা সুলতানা, অঞ্জলী রাণী দেবী, জেলা রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস প্রমুখ। বক্তারা গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতির দাবি জানান।