September 10, 2024, 10:53 am

কুকুটিয়া বাজার হইতে হারিয়া মুন্সিয়ার রাস্তার বেহাল দশা

মোঃ জিহাদ খলিফা শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ-মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ১৪নং কুকুটিয়া ইউনিয়ন বাজার হইতে হারিয়া মুন্সিয়া রাস্তাটির বেহাল দশা। চরম ভোগান্তির শিকার হচ্ছে হারিয়া মুন্সিার মানুষ। হারিয়া মুন্সিয়া থেকে আগত কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রীসহ কুকুটিয়া গ্রামে বসবাসরত প্রায় ১০০ পরিবার।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত প্রতিটি রাস্তায় কুকুটিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের নিজ অর্থ এবং সরকারি টাকা যোগ করে প্রতিটি রাস্তা মান সম্মত ভাবে তৈরি করে যাচ্ছেন এটা চেয়ারম্যানের দাবী।

কুকুটিয়া ইউনিয়নের এলজিইডি আওতাধীন কুকুটিয়া থেকে হারিয়া মুন্সিয়া, বিবন্দি বাজার হইতে কাজীপাড়া এবং খোদাইবাড়ি হইতে বলতলী বর্তমানে এই তিনটি রাস্তার কারণে জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে কুকুটিয়া ইউনিয়নের জনগণ।

এলাকাবাসীর দাবী, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার, হারিয়া মুন্সিয়া কুকুটিয়া সংযোগ সড়কটি বাস্তবায়ন করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা