October 7, 2024, 8:07 pm

‌সিরাজ‌দিখা‌নে বিএন‌পির ঈদ পূর্ণ মিলনী‌তে নেতা‌দের মিলন মেলা

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতি‌নি‌ধিঃ- মুন্সীগঞ্জ সিরাজ‌দিখান বিএন‌পির আহবায়ক মোঃ আবদুল্লাহর গ্রা‌মের বা‌ড়ি গোপাল পু‌রে ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। প্রায় পাচ শতা‌ধিক নেতা কর্মী‌দের দুপু‌রে খাবার ব‌্যবস্হা করা হয়। আলহাজ্ব আবদুল্লাহর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্হিত ছি‌লেন, মু‌ন্সিগন্জ জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব ও কেন্দ্রীয় বিএন‌পির সমাজকল‌্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
১২ ই জুলাই মঙ্গল বার প্রায় পাচ শতা‌ধিক নেতা কর্মীর উ‌দ্দে‌শ্যে আগামী দি‌নের বিএন‌পির রাজনী‌তি সম্পর্কে কেন্দ্রীয় ও জেলার নেতারা বি‌ভিন্ন দিক নি‌র্দেশনা প্রদান ক‌রেন। এ সময় অন‌্যা‌নের ম‌ধ্যে আরও বক্তব‌্য রা‌খেন, সিরাজ‌দিখান উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব, এম হায়দার আলী।

শ্রীনগর উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব, মোঃ হা‌ফিজুল ইসলাম ও যুগ্ন সম্পাদক আশরাফ হো‌সেন মিলন, লৌহজং উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব হাবিবুর রহমান চাকলাদার (অপু), কেন্দ্রীয় যুবদ‌লের সা‌বেক সহ- সভাপ‌তি মোঃ শামীম খান বা‌তেন, কেন্দ্রীয় সেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ন সম্পাদক এস এম জাহাঙ্গীর, জেলা যুবদ‌লের আহবায় মোঃ ম‌জিবুর রহমান, সদস‌্য স‌চিব মাসুদ রানাসহ প্রমুখ।

শেখ মোহম্মদ আব্দুল্লাহ বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে খুব দ্রুত কমিটি গঠন করা হবে। সকল কে কাজ করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা