October 4, 2024, 3:34 pm

কাব্যকথা’র কেন্দ্রীয় সভাপতি মীর আলীম সম্পাদক জালাল খান ইউসুফী

প্রেস বিজ্ঞপ্তি ঃভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির
প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ
কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ সালের নয়া কমিটির সভাপতি হলেন
কবি কলামিস্ট মীর আব্দুল আলীম, সাধারন সম্পাদক বাংলা সাহিত্যের
পুঁথিসম্রাট জালাল খান ইউসুফী। সাধারন সম্পাদক করে কাব্যকথা সাহিত্য
পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় শিশুকল্যাণ পরিষদ অডিটরিয়ামে কাব্যকথা সাহিত্য
পরিষদেও আয়োজনে ৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে কবি কাজী নজরুল ইসলাম স্বরণে ৮ম
জাতীয় সাহিত্য উৎসব-২০২২। অনুষ্ঠানে ছিলো আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া,
পুঁথিপাঠ, নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সম্মাননা প্রদান। দ্বিতীয়
পর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম উপদেষ্ঠা কবি
আরিফ মঈনুদ্দীন। কবি আবুল বাসার সেরনিয়াবাদের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ
কমিশন বিটিআরসির চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার। অনুষ্ঠানের উদ্বোধন
করেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও সত্তরের অন্যতম প্রধান কবি মিনার
মনসুর।
এসময় কাব্যকথা সাহিত্য পরিষদের ২০২২-২৩ সালের ১৬১ সদস্যের কেন্দ্রীয়
কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তরের
মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ পরিবারের কৃতি সন্তান সংগঠনের সাবেক সভাপতি
কবি আবুল বাসার সেরনিয়াবাদ। সভাপতি কবি কলামিস্ট গবেষক মীর আব্দুল আলীম
এবং সাধারন সম্পাদক জালাল খান ইউসুফী, সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ
লিটন। নির্বাহী সভাপতি কবি সুফিয়া বেগম, সিনিয়র সহ-সভাপতি কবি ডা. আতিয়ার
রহমান, সহ-সভাপতি কবি মিলন সব্যসাচী, কবি শিখা কর্মকার স্বাধীন। কবি
এমদাদুল ইসলাম খোকন, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি আনোয়ার হোসেন, কবি
মাজেদা রফিকুন নেছা, কবি শাহনাজ প্রধান নাজ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত
হয়েছেন, কবি সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী, কবি আসিফুজ্জামান খন্দকার,
কথাশিল্পী খন্দকার আতিক, কবি হিলারী হিটলার আভী, আইন বিষয়ক সম্পাদক কবি
মোহাম্মদ আবু বকর সিদ্দিক (এড. সুপ্রিম র্কোট), পরিকল্পনা সম্পাদক খান
মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম খান, সংগীত বিষয়ক সম্পাদক নাজমুল
ইসলাম রুদ্র।
অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ৪ জন গুণি
সাহিত্যকর্মিকে প্রদান করা হয় কাজী নজরুল স্মৃতি সম্মাননা ও জাতীয়
সাহিত্য পদক। সম্মাননা প্রাপ্তরা হলেন- কবি মির্জা গোলাম সারোয়ার, কবি এম
এ কবির সরকার সুমন, কবি আফসার আশরাফী, কবি অনন্ত রিয়াজ।
এসময় স্বরচিত লেখাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন কবি আব্দুল হক চাষি, গবেষক
লস্কর মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ শরিফুল ইসলাম, দার্শনিক আবু মহি মুসা,
লোকসাহিত্য গবেষক সফিকুল হাসান সোহেল, কবি হিলারী হিটলার আভি, কবি
মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কবি সালাম ফারুক, কবি শারমিন আক্তার, কবি
মনিরুজ্জামান বাদল, কবি শিবির আহমেদ লিটন, কবি মোঃ হাসু কবির, কবি হোসেন
ফারুক, কবি আব্দুর রহমান, কবি মহিউদ্দিন আহমেদ, কবি সুনীল সরকার, কবি
নূরুল সিপার খান, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি মোঃ মোবারক হোসেন, কবি
জিহাদ চৌধুরী, কবি হাসিনা হাসি ও কবি মোহাম্মদ সেলিম খান।
প্রেরক- মীর আব্দুল আলীম, সাংবাদিক, কলামিস্ট ও সমাজ গবেষক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা