October 7, 2024, 8:44 pm

সাংবাদিকদের ভূমিকা অন্য পেশার চেয়ে গুরুত্বপূর্ণ : ছেংগারচর পৌর প্রশাসক হেদায়েত উল্ল্যা

মতলব উত্তর প্রতিনিধি:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যা বলেন, রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকদের ভূমিকা অন্য যেকোনো পেশার চেয়ে গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের একটি লেখনী রাষ্ট্র ব্যবস্থার চোখ খুলে দিতে পারে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন, সামাজিক সমস্যা, মানুষের প্রান্তিক প্রত্যাশা, গ্রামীণ অবকাঠামোসহ নানাবিধ কর্মকাণ্ড তুলে ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে।
মঙ্গলবার (০৫ জুলাই) মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিরর ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নব গঠিত আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য ইসরাফিল খাঁন বাবু, জাকির হোসেন বাদশা, আরাফাত আল আমিন, ইসমাইল খান টিটু, তুহিন ফয়েজ, আমিনুল ইসলাম আল আমিন, শাহাদাৎ হোসেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা