শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক ৩টি অভিযানে ৯০ বোতল ফেনসিডিল এবং ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) রাতে যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে শার্শা থানায় পৃথক দুটি এবং কোতোয়ালি মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা করেছেন ডিবি পুলিশ।
জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি রূপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মোঃ রইচ আহমেদ, এএসআই মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে (৪ জুলাই) রাতে শার্শা থানার মাঠপাড়া গ্রামে জনৈক মন্টার হাওয়ার গ্যারেজের সামনে যশোর টু বেনাপোল গামী পাকা রাস্তার উপর থেকে শরিফুল ইসলাম নয়ন (২২) কে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে কামারপাড়া মোড় এলাকায় মোঃ সেলিম উদ্দীন এর ছেলে।
এ মাদকসহ গ্রেফতারের ঘটনায় এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেন।
একই টিমের অপর অভিযানে শার্শা থানার পাকশিয়া গ্রামের শিমুলতলা মোড় টু খলিশাখালী গামী কাঁচা রাস্তার উপর থেকে তাইজেল খাঁ (৩৩) কে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত নাবব আলী খাঁর ছেলে। এ সংক্রান্তে এসআই রইচ আহমেদ বাদী হয়ে শার্শা থানায় আরো একটা মাদক মামলা দায়ের করেন।
অপর আরো একটি অভিযানে ডিবি পুলিশের এসআই মোঃ আরিফুল ইসলামা, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নিরমল কুমার ঘোষ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জুলাই রাতে কোতয়ালী থানাধীন পুলেরহাট টু রাজগনজ গামী সড়কের গোয়ালদাহ গ্রামের মোঃ জসিম উদ্দিন এর চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মোঃ আইজুল হোসেন (২৪) কে ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত শাহাজউদ্দীন এর ছেলে। এ ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রূপন কুমার সরকার বলেন, ৩টি অভিযানে ৯০ বোতল ফেনসিডিল ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ৩টি মাদক মামলা করা হয়েছে। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত জেলা গড়তে ডিবি পুলিশের আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।