October 8, 2024, 7:14 pm

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে উফশী আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন এবং কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা