October 8, 2024, 7:02 pm

ভারোতীয় নাগোরিকের কাছে বাংলাদেশি ৫ পাসপোর্ট- আটক ১ – মূল আসামি ধরা ছোয়ার বাইরে

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিদেশি ভিসা লাগানো ৫টি বাংলাদেশি পাসপোর্ট সহ ইউসুফ আলী শেখ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় থ্রিপিস ও কসমেটিক্স উদ্ধার করা হয়।

আটক ইউসুফ আলী শেখ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার বাষান পোতা গ্রামের আমিন শেখের ছেলে।আটক ইউসুপের কাছে পাসপোটের বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞাস করলে তিনি বলেন,, এই পাঁচ পিচ পাসপোট বেনাপোল চেকপোষ্টের (সাগীর ষ্টোর) এর রফিকুল ইসলামের।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তি, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়।
পরে, তাকে তল্লাশি করে তার সাথে থাকা ২ টি ব্যাগের ভিতরে ৫ টি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ পাওয়া যায়।

আটক ভারতীয় নাগরিককে পাসপোর্ট ও ভারতীয় পণ্য সহ বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা