শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা’র নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মফিজুর রহমান, এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জয় সাহা, সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আছাদুজ্জামান, জাহাঙ্গীর আলম বিশ্বাস, নির্বাহী সদস্য বি এম শহিদুজ্জামান শহিদ, দুলাল চন্দ্র সাহা, অর্পণা আইচ, মনিরা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, অর্পনা আইচ, উত্তম কুমার বসু, আব্দুল লতিফ, জামশেদ আলী, সমীর কুমার দাস প্রমুখ।
প্রথম সভায় এমপি কাপ, মধুসূদন গোল্ডকাপ ও ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট সহ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা ফুটবল টিম গঠনকল্পে আলোচনা করা হয়। আগামী জুলাই মাসের শেষের দিকে কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যশোর জেলার ৮টি উপজেলার টিম নিয়ে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর বিষয়ে ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আলোচনা করেন।
সভা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।