September 11, 2024, 10:11 pm

যশোর জেলা ইমাম পরিষদ কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা ইমাম পরিষদ কর্তৃক দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যশোর প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচি অনুষ্ঠানে যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।

ওই সময় পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতেই বানভাসি অসহায় মানুষের পাশে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণের জন্য জেলা ইমাম পরিষদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও সাধুবাদ জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগ প্রবন, ধর্মপ্রাণ, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং উন্নয়নের অগ্রগতিতেও বিশ্বাসী। আমরা প্রত্যেকে মানবিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে থাকতে চাই। তবে কিছু কুচক্রী মহল ধর্মকে আঘাত করে সমাজে বিশৃংখলার সৃষ্টি করতে চাই। তাদের ভিতরে কোন সামাজিক মূল্যবোধ নেই।শুধু সাম্প্রতিক বন্যার্তদের সাহায্যে নয়, আগামীতেও যদি এরকম কোন প্রাকৃতিক দুর্যোগ আসে, তবে তখনও সকলে একত্রিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

যশোর জেলা ইমাম পরিষদের ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউসের সামনে থেকে একটি প্রতিনিধি দল সোমবার সকালে দেশের বন্যাকবলিত মানুষের জন্য গাড়ি ভর্তি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ নিয়ে রওনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা