শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ওই ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা রাশেল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক সহ প্রশিক্ষণার্থীরা।