September 19, 2024, 8:06 am

স্বপ্নের পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে কেশবপুর থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর থানা পুলিশের উদ্যোগে পুলিশে কর্মরত সকল পর্যায়ের অফিসার ফোর্স এবং বিট পুলিশিং এর সদস্যবৃন্দ সহ উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্থরের জনসাধারণের সমন্বয়ে স্বপ্নের পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন)বিকেলে কেশবপুর থানা চত্ত্বর হতে র‍্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা কম্পাউন্ডে এসে শেষ হয়।

উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন, ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক সাহা, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জান, প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, থানার পুলিশ উপ-পরিদর্শক লিখন কুমার সরকার, আবু বক্কার সিদ্দিক, মিজানুর রহমান, তৌহিদুজ্জামান, হাসান মাহমুদ, রাশেদুল ইসলাম, মাহফুজার রহমান, অনিমেষ বিশ্বাস, গোরাচাঁদ দাস, আজিজুর রহমান, মঈনুর, সহকারী উপ-পুলিশ পরিদর্শক অসীম কুমার রায়, ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম, মনিরুজ্জামান, কাজী রহমত, রবিউল ইসলাম, সোহেল রানা, মোজাম্মেল হক, নিত্যানন্দ ঘোষসহ থানা পুলিশের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা