September 8, 2024, 1:03 pm

স্ত্রী শশুর শাশুড়ীকে কুপিয়ে হত্যা-ঘাতক মিন্টু গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা।। শেরপুরের শ্রীবরদী উপজেলায় বোরকা পড়ে স্ত্রী-শাশুড়ী সহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকালে কাকিলাকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক মিন্টু গারামারা এলাকার হাইবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,প্রায় ১৬ বছর আগে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গারামারা গ্রামের হাইমুদ্দিনের ছেলে মিন্টু মিয়া (৪৩) সাথে পুটল এলাকার মনু মিয়ার মেয়ে মনিরা বেগমের (৪০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকতো। গত দুই মাস আগে মনিরা বেগম রাগ করে দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি পুটল গ্রামে চলে আসে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিলো। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরে শশুর বাড়ি আসে মিন্টু মিয়া। পরে স্ত্রী মনিরা বেগমকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় সে। কুপিয়ে গলাকেটে মারাত্মক জখম করে। গলায় আঘাতের ফলে ঘটনাস্থলেই মারা যায় মনিরা বেগম। মনিরাকে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়ী শেফালী বেগম, শশুর মনু মিয়া,জেঠা শশুর হাজী মাহমুদ আলী,চাচী শাশুড়ী বাচ্চুনী বেগম ও শ্যালক শাহাদাৎ হোসেনকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় ঘাতক জামাই মিন্টু মিয়া । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর মারা যায় শাশুড়ী শেফালী বেগম ও জেঠা শশুর হাজী মাহমুদ আলী। বাচ্চুনী বেগম,মনু মিয়া ও শাহাদাৎ হোসেনকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়৷ তাদের অবস্থাও আশংকা জনক।

এই ঘটনায় আসামী কে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শশুর বাড়ির পাশেই একটি কাঠের বাগানে গাছের উপর মিন্টু লুকিয়ে আছে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান,লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ এবং হত্যাকারী মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা