ঢাকা চট্টগ্রাম- মহা-সড়কের সাইনবোডের উত্তর পাশে ডগাইর বাইপাসের পশ্চিম পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমি দখল করে ভবন নির্মাণ করায় সাধারণ জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ।
রাজউক কর্তিপক্ষ দুই টি নোটিস দেয়ার পরও তোয়াক্কা করছেন না কবির নামের এক ব্যক্তি।
জানাযায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে তৃতীয় তলা ভবন নির্মান করেছে কবির নামের এক ব্যক্তি রাজউক এবং সড়ক ও জনপদ বিভাগের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে কবির। এক দিগে জায়গা দখল অন্য দীগে নিয়ম বহি্ভূতভাবে ভবন নির্মাণ,
সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে ভবন নির্মান বিষয়ে কবিরের কাছে সড়ক ও জনপদ বিভাগের থেকে কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে কবির বলনে, সড়ক ও জনপদ বিভাগের উপ প্রকৌশলি সামিম সাহেব বিষয় টি যানেন।
এব্যপারে রাজুকের যোন ৬ এর ইমারত ইন্সপেক্টর তারিফ হোসেনের সাথে কথা হলে তিনি জানান আমারা তাকে দুইটি নোটিশ করেছি তার পরও কবির কাজ চালিয়ে যাচ্ছে, এবং আমাকে বিভিন্ন লোক মারফৎ মুঠো ফোনে হুমকি দিয়েছে, তাই মোবাইল কোটের মাধ্যমে ব্যবস্থা নিব।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলি জাহিদের সাথে কথা হলে তিনি বলেন আমরা বিষয় টি জেনেছি এব্যাপারে কবির নামের ঐ ব্যক্তি কে আমরা মৌখিক ভাবে নিষেধ করেছি তিনি শুনেননী তাই তার বিরুদ্ধে লিখিত নোটিশ করা হবে।