,সিদ্ধিরগঞ্জ (১৯’জুন ২২’ইং রোববার) ঃ নাসিক ১নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহাল দশা, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, ভোগান্তি চরমে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের প্রধান সড়ক মিজমিজি টিসি রোড। উক্ত রোডের নারায়ণগঞ্জ শিমরাইল সড়কের সংযোগ স্থান সিদ্ধিরগঞ্জ পুল। এ জায়গাটি ঢাল হওয়ায় যান চলা-চলে বিঘœ ঘটছে। বিশাল-বিশাল গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা, দেখার কেউ নেই।
নানিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ এ সড়কটি অচল হয়ে আছে। বর্তামান বর্ষা মৌসমে নাজুক অবস্থা। আমি নিজ উদ্দ্যোগে বেশ কয়েবার এ গর্তগুলো ইট ভাঙ্গা ফেলে মেরামত করেছি। সত্যা ঘটনা এই যে পাশ্ববর্তি দোকানদাররা এ ইট গুলো তুলে নিজেদের দোকানের কাজে লাগাচ্ছে। যেহেতু এ সড়ক দিয়ে আমি নিজেও চলাচল করি যতদ্রুত সম্ভব আবার মেরামত করে দিব।######