September 7, 2024, 10:50 am

গাইবান্ধায় জেলা ট্রাফিক বিভাগের বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা থেকে সোহাগ মৃধা ঃ পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন এই প্রতিপাদ্য নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেনতা উপলক্ষে গতকাল রোববার গাইবান্ধা বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এই র‌্যালির আয়োজন করে। বিভিন্ন স্লোলগান সম্বলিত প্লেকার্ড নিয়ে র‌্যালিটি পুরাতন জেলখানার সামন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পুরাতন জেলখানা সংলগ্ন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ চত্বরে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিআই অ্যাডমিন, মো. নুর আলম সিদ্দিক, হেলাল উদ্দিন, রুহুল আমিন, সার্জেন্ট তৌহিদ আরেফিন প্রমুখ।
বক্তারা ট্রাফিক সাইন সিগন্যাল মেনে চলুন, গাড়ী চালানোর সময় প্রতিযোগিতা পরিহার করুন, অতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন চালাবেন না, যত্রতত্র পার্কিং না করে নির্দিষ্ট জায়গায় গাড়ী পার্কিং করুন, হেলমেট ব্যতীত মোটর সাইকেলে উঠবেন না, গাড়ী চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন, মোটর সাইকেলে তিনজন করে উঠবেন না ও গাড়ী চালানোর আগে সিটবেল্ট পরিধান করুন বিষয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা