,সিদ্ধিরগঞ্জ (১৭’জুন ২২’ইং শুক্রবার) ঃ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০’টার দিকে ইপিজেডের ভেতরে পলমল গ্রুপের নির্মাণাধীন একটি কারখানার পাইলিং এর কাজ করার সময় গ্যাস লাইন ফেটে আগুনের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। প্রায় ৯’ঘন্টা চেষ্টা করে আগুর নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ৯’টি ইউনিট। তবে হতাহতের কোন খবর পাওয়া যায় নাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে র্স্পক হয়ে আগুন জ্বলে। এ সময় গ্যাসলাইনের আগুন শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন। তবে গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ব্যাবস্থাপনা পরিচাল প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাসগ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, র্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএম বার, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, শিল্প পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন কোন ফ্যাক্টরিতে নয় গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ৯’টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।#####