স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে শাহিদা খাতুন(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহিদা ঐ এলাকার মৃত হেলাল উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে শাহিদা খাতুন বাড়ির পাশের পুকুরে গোছল করতে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। একপর্যায়ে তার লাশ পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্দার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কনক হোসাইন জানান, হাসপাতালে আসার আগেই রোগির মৃত্যু হয়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্য হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিদ্যুৎস্পৃষ্টে বিশারত আলী(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশারত ঐ গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুপুরে ঘরের ফ্যানের প্লাগ দিতে গেলে বিশারত আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানায় ১টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।