আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিণ উপজেলা সমাজ সেবা দপ্তরের উদ্যোগে
উপজেলা মিলনায়তনে সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে শুদ্ধাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সকালে সমাজ সেবা অফিসার মোঃ রুহল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, পৌর কাউন্সিলর ও সাংবাদিকবৃন্ধ।