স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারন শিক্ষার্থীরা। এতে ব্যানার, ফেস্টুন ও দাবি সম্বলিত পোস্টার নিয়ে বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। এসময় কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ,জিএস সজিবুল হাসানসহ সাধারন শিক্ষাতথীরা বক্তব্য দেন। বক্তারা, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি’র বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি প্রদান করছে কর্তৃপক্ষ। তাই বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রি বাতিল করে ডিভিএম ডিগ্রি প্রদানের দাবি জানান। দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।