গাইবান্ধা থেকে সোহাগ মৃধা ঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় দল এই খেলার আয়োজন করে। প্রথম রাউন্ডে বালক গ্রুপে ১৪টি এবং বালিকা গ্রুপে ১২টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহণ করবে।
খেলার উদ্বোধন করেন খোলাহাটি ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর জাহানারা বেগম ও জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহান মিতু। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য পল্লী চিকিৎসক মো. আব্দুল লতিফ, অভিভাবক রফিকুল ইসলামসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় বালক ও বালিকা গ্রুপে ৬টি দল অংশ গ্রহণ করে। এরমধ্যে বালিকা গ্রুপের প্রথম খেলায় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গাইবান্ধা জেলার ২য় শ্রেণির রেফারি মুনতাসির মামুন লিমন রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন।