প্রেস রিলিজঃ র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ জুন ২০২২ খ্রিষ্টাব্দ সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫.৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ শামীম শাহ (৩১), পিতা- মোঃ শাহ আলম, সাং- ভিড়তলা মধ্যপাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, ২। মোঃ মঞ্জুর হোসেন (৪০), পিতা- মোঃ আলী হোসেন, সাং- তবলপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ ইউসুফ আলী (৫৫), পিতা- মৃত আইয়ুব আলী, সাং- নন্দনকানন কলোনীপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এবং ৪। মোছাঃ নারগিছ আক্তার (২৮), স্বামী- মোঃ শামীম শাহ, সাং- ভিড়তলা মধ্যপাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। গ্রেফতারকৃত ১নং ও ৪নং আসামী পরষ্পর স্বামী-স্ত্রী। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এদিকে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের অপর একটি আভিযানিক দল অদ্য ১০ জুন ২০২২ খ্রিষ্টাব্দ দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ঢাকাগামী ০১টি ট্রাক তল্লাশী করে ৫০০ বোতল ফেনসিডিলসহ ১। মোঃ এরশাদ মিয়া (২৫), পিতা- মোঃ ইসমত আলী, সাং- চাপাইতলা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা ও ২। মোঃ বাবুল (৩৭), পিতা- আবু তাহের, সাং- মোচাগাড়া, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা নামক অপর ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাকও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উল্লিখিত গ্রেফতারকৃত আসামীরা ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। তারা ট্রাকের চালক ও হেলপার পেশার ছদ্মবেশে পণ্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
….