October 4, 2024, 3:45 pm

ডিবি ও সিদ্ধিরগঞ্জ থানার ক্যাশিয়ার পরিচয় দিয়ে আনোয়ারের লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি। সচেতন মহলের প্রশন্ন ডিবির ও সি, এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি, যদি আনোয়ার কে নাই চিনে তবে ব্যবস্থা নিচ্ছে না কেন?।

প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানার ক্যাশিয়ার পরিচয় দিয়ে আনোয়ার লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে আসছে।

জানাযায় ভিবিন্ন সময় ভিবিন্ন অপরাধে ডিবি ও থানা পুলিশের কাছে গ্রেফতার হলেও কিছু দিন যাওয়ার পর কৌশলে নিজের যায়গা বাগিয়ে নেন আনোয়ার গোয়েন্দা ডিবি সিদ্ধিরগঞ্জ থানার ওসি কে ম্যানেজ করে আনোয়ার নিজে এবং তার নিয়োজিত চাঁদাবাজ মিশুকে দিয়ে চাঁদাবাজি করে আসছে।

শুত্রে জানাযায় সিদ্ধিরগঞ্জ থানার এক সময় কার পুলিশ সদস্য আজিজ সিদ্ধিরগঞ্জ থানায় অনেক দিন চাকরি করার শুভাধে সিদ্ধিরগঞ্জের অলিগলি চিনার কারনে চাকরি থেকে অবসর নেয়ার পর ক্যাশিয়ারের দায়িত্ব নেন আজিজ অনেক বছর ক্যাশিয়ারের দায়িত্বে থেকে চাঁদাবাজি করে আসছিল। কোন কারনে আজিজের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়।

বেশ কিছু দিন আজিজের চাঁদাবাজি বন্ধ ধাকার পর সিদ্ধিরগঞ্জ থানার বর্তমান ওসি মশিউর রহমান থানায় যোগদান করার পর আজিজ ফের চাঁদাবাজি করার জন্য ভিবিন্ন মহলে ছোটাছুটি করছেন কিন্তু তিনি সেই দায়িত্ব পাননি।

কিন্তু চালাক চতুর আনোয়ার বিষেশ পেসার দায়িত্বের এক ব্যাক্তির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার বর্তমান ওসি মশিউর রহমান কে মোটা অংকের টাকা দিয়ে ওসি মশিউর রহমানের মন জয় করে নেন এবং চাঁদাবাজির দায়িত্ব পান আনোয়ার।

কয়েক মাস আগে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হলেও আনোয়ারের চাঁদাবাজি বন্ধ হয়নি তার অনুপস্থিতিতে তার নিয়জিত মিশু নামের এক চাঁদাবাজ চাঁদাবাজি চালিয়ে গেছে।

তবে এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন আনোয়ার নামের কাউকে আমি চিনি না যদি কেউ পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাকে আটকিয়ে পুলিশে ধরিয়ে দেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফখরুদ্দিন ভুইঁয়ার সাথে কথা হলে তিনি ও বলেন আনোয়ার নামের কাউকে আমি চিনি না যদি কেউ পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাকে আটকিয়ে পুলিশে ধরিয়ে দেন।

খোঁজ নিয়ে জানাযায় আনোয়ারের রুপগঞ্জে কয়েক টি ও নারায়ণগঞ্জের ভিবিন্ন থানায় চোরাই তেলের দোকান রয়েছে। এবং চোরাই তেলের দোকান থেকে ডিবি ও থানা পুলিশের নামে মাসোহারা নিচ্ছে।

নারায়ণগঞ্জের চাঁদাবাজির টাকা দিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে ঘরে তোলেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি আরো জানাযায় সেবেন মাডারের আসামি Rab কর্মকর্তার সাথে থেকে মানুষকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।

সিদ্ধিরগঞ্জের ভিবিন্ন কয়েল কারখানা সহ ভিবিন্ন কারখানা থেকে মাসোহারা ভিবিন্ন ভাংগারি দোকান থেকে মাসোহারা নিচ্ছে উল্লেখ,সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা ব্যাংক এর পিছনে শহীদের ভাংগারি দোকান থেকে দশ হাজার, সানারপাড় কবির ভাংঙ্গারি দোকান থেকে পাঁচ হাজার, মাদ্রাসা রোড মিজমিজ, পাঁচ হাজার,সিদ্ধিরগঞ্জ সাইলো পাঁচ হাজার, ভূইঘর তিন হাজার,জালকুরি বাস্টান্ড দক্ষিণ পাশে দুই হাজার, ছোট গুলো থেকে পাঁচ শত টাকা। রাস্তার পাশের চোরাই তেলের দোকান থেকে মনমত চাঁদা আদায় করছে আনোয়ার। আর কারখানার চাঁদার তো হিসেবে নেই। তবে সচেতন মহলের প্রশন্ন ডিবির ও সি, এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি, যদি আনোয়ার কে নাই চিনে তবে ব্যবস্থা নিচ্ছে না কেন?।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা