October 4, 2024, 4:00 pm

সিদ্ধিরগঞ্জে ৪’দিন ধরে নিখোঁজ সন্তান নয়নকে খোঁজে বেড়াচ্ছে মা নুপুর

,সিদ্ধিরগঞ্জ (০৮’জুন ২২’ইং মঙ্গলবার) ঃ সিদ্ধিরগঞ্জে ৪’দিন ধরে নিখোঁজ সন্তান নয়নকে খোঁজে বেড়া্েচ্ছ মা নুপুর। গত ৪’জুন মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকা থেকে হারিয়ে যায় নয়ন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নং-৩১০।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, ভোলা জেলার লালমহন থানার চর টিটিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে নয়ন(১৩)। সে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী মধ্যপাড়া এলাকার সাবেক কাউন্সিলর আব্দুর রহিম(মেম্বারের) বাড়ী সংগলœ আশিকের পানির মটর ও ফ্যান মেরামতের দোকানে কাজ করত। গত ৪’জুন দোকান মালিক আশিক নয়নের মা নুপুর বেগমকে সকাল সাড়ে ১০’টায় মোবাইল ফোনে বলেন গতকাল ৩’জুন রাত থেকে আপনার ছেলে নয়নকে খুঁজে পাওয়া জাচ্ছেনা। সংবাদ পেয়ে নয়নের মা নুপুর বেগম ও বাবা নুর মোহাম্মদ গ্রামের বাড়ী থেকে এসে ছেলেকে পাগলপ্রায় হয়ে খুঁজতে থাকে। নয়নকে না পেয়ে বাবা নুর মোহাম্মদ সিদ্ধিরগঞ্জ থানায় গত ৭’জুন একটি সাধারণ ডায়রী করে। ডায়রীর সূত্র ধরে থানা পুলিশ বেতার বার্তা পাঠায়। তার সংবাদ পাওয়া গেলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগা-যোগ করার জন্য অনুরোধ করা গেল। ######

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা