কুখ্যাত ছিনতাইকারী নাছির ডেমরা ও সিদ্ধিরগঞ্জের সাত মামলার আসামি ছিনতাই করতে গিয়ে জনতার হাতে হাতে নাতে আটক। গতকাল ৫ জুন রবিবার আনুমানিক বেলা ১১টার সময় ২নং চৌধুরী বাড়ি এলাকার প্রধান সরকে অটোরিকশা ছিনতাই কালে অটোরিকশার চালকের ডাক চিৎকারে আসপাশের লোকজন এসে চিনতাইকারী নাছির কে হাতে নাতে ধরেফেলে গন পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ কের। চিনতাই কারি নাছির আটক হলেও সাথে থাকা তিন চিনতাইকারী পালিয়ে যায়। পরে আরেক ছিনতাইকারী সাগরকে অন্য মামলায় রাত ১২টায় তার বাঘমারার বাসার সামন থেকে সিদ্ধিরগঞ্জ থানার এস আই সহিদুর রহমান সাগরকে গ্রেফতার করে। আজ সোমবার তাদের কে আদালতে পাঠায় থানা পুলিশ।