October 8, 2024, 5:41 pm

র‌্যাব-১১ এর অভিযানে রূপসী হতে ০২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার॥

প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ৩০ মে ২০২২ খ্রিষ্টাব্দ বিকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্রাক চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অপরাধে ০২ জন পরিবহন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ ওবায়দুল হক ভূঁইয়া (৪২) ও ২। মোঃ ইসমাইল মোল্লা (৩২)। এসময় তাদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১,৭২০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ওবায়দুল হক ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী ভূঁইয়াবাড়ী এলাকার দ্বীন মোহাম্মদ ভূঁইয়া এর ছেলে এবং অপর আসামী মোঃ ইসমাইল মোল্লা একই এলাকার খন্দকারবাড়ীর মোসলেম মোল্লা এর ছেলে। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী এলাকায় বিভিন্ন ট্রাক চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে রূপসী এলাকা দিয়ে চলাচলকারী ট্রাক চালকেরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

….

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা