October 8, 2024, 7:28 pm

মতলবের নায়েরগাঁওয়ে অবৈধ ড্রেজার জব্দ করেছে ভূমি সহকারী কমিশনার

আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিনে সরকারী বিধি নিষেধ অমান্য করে ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করা হয় । ২৯ মে রবিবার উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের উত্তর বারেগাঁও গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং অবৈধ ড্রেজারের পাইপ বিনষ্ট ও সংযোগ বিছিন্ন করা হয় ।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া এ সময় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া বলেন ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা