আব্দুল মান্নান খানঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের বহরী নেছাড় আড়ং বাজারের আলমগীর কসমেটিক এন্ড ভ্যারাটিজ স্টোর আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেছে মালিক পক্ষ আলমগীর হোসেন।
তিনি আরো জানান প্রতিদিনের ন্যায় আমি গত রাতে সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। ভোর রাতে বাজার থেকে কয়েকজন আমাকে ফোন দিয়ে বলে আমার দোকানে আগুন লাগছে পরে আমি এসে দেখি দোকান আগুনে পুড়তেছে পরে আমি শাটার খুলে দিলে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থল পরিদর্শন ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ প্রধান, ফায়ার সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ।
তবে এখনো আগুন লাগার কারন জানা যায়নি।আলমগীর কসমেটিক এন্ড ভ্যারাটিজ স্টোরে মালিক আলমগীর হোসেন জানান, বাজারে আমার কোনো ব্যবসায়ী’র সাথে কোনো বিরোধ নেই, আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না।