স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-রাজধানীর উত্তরা থেকে মোছা. রিমা খাতুন (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/ই রোডের ১ নম্বর বাসার পঞ্চম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। রিমা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নলবিল পাড়া গ্রামের ইউনুছ আলীর মেয়ে। তিনি উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগে চাকরি করতেন। এসআই আনোয়ারা বেগম বলেন, ‘পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ নিহতের বাবা ইউনুছ আলী বলেন, ‘গত বছর বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে ডিপ্লোমা পাস করে উত্তরায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতো রিমা। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিংয়ে বিএসসিতে পড়তো। রবিবার ভোরে তার মৃত্যুর খবর পাই।’