বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।