প্রেস রিলিজ ঃর্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ২০ মে ২০২২ খ্রিষ্টাব্দ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর ভূঁইঘর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ মিজানুর রহমান (৫৫), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- প্রামু, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, এ/পি সাং- ভূঁইঘর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ জামিল (৪৭), পিতা- মোঃ রুহুল আমিন, সাং-সাতপাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা ও ৩। মোঃ শাহ আলম (৩৮), পিতা- মৃত নূর ইসলাম, সাং- বড় সাতপাড়া, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
…..