January 22, 2025, 2:09 pm

অনুমোদনহীন মেলা বন্ধ করলো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় অনুমোদনহীন একটি মেলা বন্ধ করে দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মে) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কোহিনুর আক্তারের নেতৃত্বে অনুমোদনহীন মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

এর আগে গত ১৬ মে মেলায় এলাকার বখাটে যুবকদের মধ্যে মারামারি হয় এনিয়ে থানায় অভিযোগ হয়। বিষয় টি নিয়ে অনুমোদনহীন মেলার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় লেখা লেখি হয়। বিষয় টি প্রশাসনের দৃষ্টি গোচর হলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কোহিনুর আক্তার
অনুমোদনহীন মেলা বন্ধ করে দেন।

মেলা বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কোহিনুর আক্তার বলেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় একটি মেলার আয়োজন করে। কর্তৃপক্ষ কোনোপ্রকার অনুমোদন না নিয়ে মেলার আয়োজন করায় মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা