January 16, 2025, 2:50 am

মতলবের বহরীতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিনে এক অসহায় অটো চালকের পরিবাবের উপর সন্ত্রাসী হামলা ও হুমকীর ঘটনায় অপর দুই আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা । গত ৩ এপ্রিল মঙ্গলবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়নের উত্তর বহরী গ্রামের শহিদের দোকান এলাকায় ।
জানাযায় দির্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল উত্তর বহরী গ্রামের জাবেদ আলী গাজী বাড়ীর মরহুম রুহুল আমিন মাষ্টার ছেলে নুরে আলম ও একই বাড়ীর সিরাজ গং এর সাথে ।
এরিই ধারাবাহকিতায় গত ২৬ এপ্রিল দুপুরে নুরে আলমের পত্রিক সম্পর্তিতে সিরাজ গংরা জোরপুর্বক ঘর তোলতে গেলে বাধা দেয় নুর আলমের মা ও বোনেরা। এ সময় সিরাজ গাজীর ছেলে ইউছুব গাজী তার ভাই মোস্তফা গাজী ও মুক্তার গাজীসহ আরো ৫-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় তাদের উপর এ সময় হাওয়া বেগম, রিনা বেগম, রোকেয়া বেগম, মনোয়ারা বেগম ও হুসনেয়ারা বেগমকে মারধর করতে থাকে । তাদের ডাক চিৎকারে এলাকার শাজাহান এগিয়ে আসলে তকেও মারধর করা তারা । পরে আশেপাশের লোকজন এসে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয় ।
তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। মারধরে খবর পেয়ে অটো চালক নুরে আলম এসে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে তাকেও মারধর করা হয় । এ ঘটনায় নুরে আলম বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন । এ ঘটনায় ২ নং আসামী মোস্তফা গাজীকে আটক করে আদালতে প্রেরন করা হয় । অন্য দুই আসামী পলাতক রয়েছেন । যারা বাদীর পক্ষে কথা বলে তাদেরকে হুমকর ধামকী দিচ্ছে আসামী ও তার স্বজনরা ।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তিরা জানান মরহুম রুহুল আমিন মাষ্টারের ছেলে নুরে আলম একজন নিরিহ মানুষ তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা দির্ঘদিনের বেশ কয়েক বার সালিসি হয়েছে কিন্তুু সিরাজ গংদের কারনে সমাধান হয়নি৷। তারা তাদের পেশী শক্তি দিয়ে জোর করে জায়গা দখল নিতে চায় ।
এ বিষয়ে এলাকার বোরহান বকাউল বলেন আমি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছি এবং সাক্ষী দিয়েছি এ কারনে সিরাজ গংরা আমাকে প্রান নাশের হুমকী দিয়ে আসছে।
মামলার বাদী নুরে আলম বলেন ওরা আমাদের জায়গায় জোর করে ঘর তোলতে গেলে আমার মা ও বোনেরা বাধা দিলে তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত যখম করেছে ।
মামলার বিবাদী ইউছুব গাজী বলেন যে জায়গায় আমরা ঘর নির্মান করছি সেটা আমাদের জায়গা নুরে আলমদের অন্য দিকে জায়গা দেওয়া হয়েছে। আর ওদের বোনদেরকে মারধর করাটা আমাদের ভূল হয়েছে ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা