সিদ্ধিরগঞ্জ (২৯’এপ্রিল ২২’ইং শুক্রবার) ঃ প্রতি বছরের ন্যায় এবারো নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় গরিব, অসহায় ও হত-দরিদ্রদের মাঝে যাকাতের (লঙ্গী, শাড়ী কাপড়) বিতরন করা হয়। গতকাল শুক্রবার সকাল ৮’টা থেকে মরহুম আবেদ আলী (মেম্বার) ফাউন্ডেসনের উদ্যোগে এ যাকাতের কাপড় বিতরণ করেন।
মিজমিজি তথা সিদ্ধিরগঞ্জের সনামধন্য ব্যাক্তি মরহুম মাঈন উদ্দিন মাতবরের নাতি ও মরহুম আবেদ আলী মেম্বারের বড় ছেলে বাইতুন নুর জামে মসজিদের সভাপতি ও রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সম্মানিত দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও মরহুম আবেদ আলী (মেম্বার) ফাউন্ডেসনের চেয়ারম্যান মহিউদ্দিন মহিদ। গরিব, অসহায় ও হত-দরিদ্রদের মাঝে যাকাতের (লঙ্গী, শাড়ী কাপড়) বিতরন করছেন। এমনিতে তিনি এলাকায় দানবীর হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন। এলাকার যে কোন অসহায় লোকদের সেবায় নিজেকে নিয়োজিত করায় এলাকাবাসী তার জন্য মহান আল্লাহ রাব্বুল আমিনের নিকট হাত তুলে দোয়া করেন। গরিব, অসহায় ও হত-দরিদ্রদের মাঝে যাকাতের কাপড় বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরির্ষদের সদস্য আলহাজ্ব মোঃ মজিবুর রহমান (বিএসসি), সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শওকত জামিল, নাসির উদ্দিন রনী, মো.মাসুদ রানা, মো. আলীফ ও রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।####