October 7, 2024, 7:58 pm

পলিথিনে ঘেরা মাটির জরাজীর্ণ ঘরে থাকা মেধাবী ছাত্রের মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন চৌগাছার ইউএনও-ইরুফা সুলতানা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) চৌগাছায় অতিদরিদ্র কৃষক পরিবারে বেড়ে ওঠা কাজল মন্ডল যশোর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তির বিষয় অনিশ্চিত এমন সংবাদের ভিত্তিতে মানবিক চিন্তা চেতনায় মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় মেডিকেলে ভর্তির দুঃচিন্তা থেকে পরিত্রাণ পেল হতদরিদ্র কৃষক পরিবার।

জানা গেছে, উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণিয়ালী গ্রামের কৃষক সুধাংশু মন্ডলের ছেলে কাজল মন্ডল রাণিয়ানী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং যশোর সরকারী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে। সে মেডিকেল ভর্তি পরীক্ষায় যশোর মেডিকেল কলেজে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। জাতীয় মেধা তালিকায় তার স্থান ৩৩৪৮ তম।
মেডিকেল চান্স পেলেও আগামাীতে ভর্তি ও পরবর্তী লেখাপড়া খরচ নিয়ে দুঃচিন্তায় পড়ে কাজল ও তার পরিবার। কাজলের পিতা পেশায় একজন কৃষক। মাটি ও পলিথিনে ঘেরা জরাজীর্ণ ঘরে তাদের বসবাস। পুত্রের মেডিকেলে পড়ানোর খরচ নিয়ে খুবই দুঃচিন্তায় পড়েন পিতা সুধাংশু মন্ডল। এমন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল (শনিবার) দুপুরে
কাজল মন্ডলের বাড়িতে গিয়ে কাজলের মা রেবা রাণীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করিয়েছেন। শুধু তাই নয়! কাজলের ভর্তির বিষয়ে খোঁজখবর নেওয়ার পর তার ভর্তি খরচের সব টাকা ও লেখাপড়া চালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।

মেডিকেলে ভর্তির জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস পেয়ে কাজল মন্ডলের মা রেবা রাণী বলেন, আমরা খুবই গরীর মানুষ। কৃষিকাজের উপর নির্ভর করে কোনমতে আমাদের সংসারটা টেনে হেঁচড়ে চলে যায়। অনেক কষ্ট করে ছেলেকে আজ এই পর্যন্ত এনেছি। বর্তমানে ছেলে মেডিকেলে পড়ার সুযোগ পেলেও তাকে ভর্তি করার মতো টাকা-পয়সা আমাদের নেই। আমার ছেলেকে মেডিকেলে ভর্তির জন্য ইউএনও স্যার নিজেই আমার বাড়িতে এসে মিষ্টিমুখ করিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় আমি খুবই খুশি। এমন মহতি কাজের জন্য স্যারের প্রতি চিরকাল কৃতজ্ঞতা স্বীকার করার পাশাপাশি আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি।

মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থী কাজল মন্ডলের বলেন, ছোটবেলা থেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে লেখাপড়া চালিয়ে এসেছি। হতদরিদ্র পিতা-মাতা আমার ভর্তি নিয়ে খুবই দুঃচিন্তায় ছিলেন। আমার মেডিকেলে ভর্তির জন্য সহযোগিতা করার ঘোষনা দেওয়ায় ইউএনও স্যারকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ ব্যাপারে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, মানবিক চিন্তা চেতনায় হতদরিদ্র কৃষকের ছেলে কাজলকে মেডিকেলে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। কাজল লেখাপড়া চালিয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকবে বলে আশা করছি এবং তার সার্বিক মঙ্গল কামনা করছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা