শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৩ এপ্রিল (বুধবার) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার বায়সা গ্রামে। আত্মহত্যার ঘটনায় নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা বায়সা গ্রামের সিদ্দিকুর রহমান এঁর সাথে উর্মি খাতুন (২৫) এর ৪ বছর আগে পারিবারিক ভাবে দেখা শুনা মাধ্যমে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর ভেতর বিভিন্ন বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়ে ঝগড়াঝাটি হতো। তারই জের ধরে ১৩ এপ্রিল (বুধবার) দুপুরে ওই গৃহবধূ বিষপান করে। পরিবারের লোকজন জানতে পেরে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু ঘটেছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন বলেন, বিষপান করা গৃহবধুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিষপানে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।