স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-নিখোঁজের ২০ দিনেও খুজেঁ পাওয়া যায়নি বুদ্ধি প্রতিবন্ধী মো: আরাফাত হাসান ওরফে রাহাতকে। রাহাত গত ১৮ মার্চ দুপুর ১২-১টার মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের পীরগাছা গ্রামের হুশোরখালী মোড়ের বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাহাতের বয়স ১৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট। গায়ের রং ফরসা। তার বাবার নাম অলি আহমেদ, মা মোছা: নাজমা আহমেদ। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রাহাতের পরনে ছিল হলুদ গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছে না। কেউ খোঁজ জানলে ০১৭৩৮১৯৮৪৬৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।