October 7, 2024, 8:02 pm

নিখোঁজের ২০ দিনেও খুজেঁ পাওয়া যায়নি ঝিনাইদহের বুদ্ধি প্রতিবন্ধী যুবককে!।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-নিখোঁজের ২০ দিনেও খুজেঁ পাওয়া যায়নি বুদ্ধি প্রতিবন্ধী মো: আরাফাত হাসান ওরফে রাহাতকে। রাহাত গত ১৮ মার্চ দুপুর ১২-১টার মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের পীরগাছা গ্রামের হুশোরখালী মোড়ের বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাহাতের বয়স ১৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট। গায়ের রং ফরসা। তার বাবার নাম অলি আহমেদ, মা মোছা: নাজমা আহমেদ। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রাহাতের পরনে ছিল হলুদ গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছে না। কেউ খোঁজ জানলে ০১৭৩৮১৯৮৪৬৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা