January 24, 2025, 6:58 am

ঝিনাইদহে নিখোঁজের পর শিশুর লাশ মিলল উপজেলা পরিষদের পুকুর পুকুরে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহে নিখোঁজের একদিন পর পুকুর থেকে সাজিম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাজিম শহরের আদর্শ পাড়ার মতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকে খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে শিশুটির মা সাজেদা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার উদ্ধার করে। তবে শিশুটির গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এ জন্য ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা