January 24, 2025, 5:18 am

গাইবান্ধায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি ঃগাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টেকনিক্যাল ট্রেনিং প্রোভাইড এ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সদস্য ও শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করে তারা। পরে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেয় এবং জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা ফিরে যায়।
মিছিল শুরুর আগে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের গেটে বক্তব্য রাখেন টেকনিক্যাল ট্রেনিং প্রোভাইড এ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি দীপক কুমার রায়, সদস্য জহুরুল ইসলাম, মাজেদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আতোয়ার রহমান, রেজাউল করিম প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বেসিক ট্রেড কোর্সে জুলাই-ডিসেম্বর/২১ সেশনের চুড়ান্ত পরীক্ষার কেন্দ্র ফি এবং পরীক্ষা পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রকৌশলী সিদ্দিকুর রহমান নিয়মনীতি উপেক্ষা করে মনগড়াভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরীক্ষার দিন হলে পরীক্ষার্থীদের নানাভাবে হয়রানী করা হয়। এছাড়া কেন্দ্র ফি গ্রহণের ক্ষেত্রেও তিনি কোন প্রকার রশিদ প্রদান করেননি। বোর্ডের নিয়মনীতির তোয়াক্কা না করে অনুপস্থিত পরীক্ষার্থীদের কেন্দ্র ফিও তিনি জোরপূর্বক আদায় করেন।
এব্যাপারে অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রকৌশলী সিদ্দিকুর রহমান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ীই সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা