January 24, 2025, 6:39 am

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার ১নং আসামি বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তিঃ :দীর্ঘ ২৪ বছর পূর্বের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১নং আসামী আশিষ রায় চৌধুরী@বোতল চৌধুরীকে গুলশানের একটি বাসা ঘিরে রাখে র‍্যাব।

ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ৯টার পর আশিষ রায় চৌধুরীর গুলশানের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

সর্বশেষ গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন।
মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি দুই আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।

প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা