সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ ঃ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাত দিনার ভাই বাতিজা গ্রেফতার।
গত শুক্রবার বাদ জুমা নাসিক ৩নং ওয়ার্ড নয়াআটি মুক্তিনগড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার পুলিশ ধৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সানোয়র হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার নয়াআটি মুক্তিনগর এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে র্যাবের ক্রসফায়ারে নিহত দূর্ধষ ডাকাত দিনার ভাই নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মামলার আসামী হিরণ ও হিরণের ছেলে যুবরাজকে গ্রেফতার করা হয়। গত জানুয়ারী মাসে ধৃতদের বিরুদ্ধে মোরশেদা বাদী হয়ে ২নং মামলা দায়ের করে। উক্ত মামলায় এজহারনামীয় আসামী হিরণ ও যুবরাজকে গ্রেফতার করে। গতকাল শনিবার পুলিশ ধৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।####