January 16, 2025, 1:32 am

সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩০১ (তিনশত এক) বোতল ফেনসিডিল সহ ০৬ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি : ০১ এপ্রিল ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড সাকিনস্থ গ্রান্ড চাঁদনি কাবাব এন্ড রেস্তোরা এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-আব্দুল সাত্তার, মাতা-মোছাঃ জেন্না, সাং-ধূমের কুঠি, জয় বাংলা বাজার, থানা-হারাগাছ, জেলা-রংপুর, ২। মোঃ সাদিকুল ইসলাম (৩২), পিতা-আব্দুল সাত্তার, মাতা-আছমা বেগম, সাং-গোপরধন, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৩। মোছাঃ শিউলী বেগম (২৬), পিতা-আব্দুল মজিদ, স্বামী-মোঃ সাদিকুল ইসলাম, মাতা-কারিমা বেগম, সাং-গোপরধন, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৪। আমেনা বেগম (৩০), পিতা-আমিনুল ইসলাম, স্বামী-সাইদুল ইসলাম, মাতা-মোছাঃ আছমা খাতুন, সাং-গোপরধন, মরিচকাঁচা, থানা-আদিতমারি, জেলা-লালমনিরহাট, ৫। আরফিনা বেগম (৩১), পিতা-আব্দুল সাগর, মাতা-আছমা বেগম, স্বামী-লাল মিয়া, সাং-জমচওরা, থানা-গঙ্গাচরা, জেলা-রংপুর এবং ৬। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বিথী (১৩), পিতা-বকুল মিয়া, মাতা-বিউটি বেগম, সাং-জমচওরা, থানা-গঙ্গাচরা, জেলা-রংপুর’দেরকে ৩০১ (তিনশত এক) বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের নগদ ১৬০০/- টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা